chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফয়’স লেক বধ্যভূমি

নিজস্ব প্রতিবেদক : পাহাড়তলী ফয়’স লেক বধ্যভূমি। চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে ফয়’স লেকের দিকে যেতেই পড়ে স্থানটি। সবার কাছে এটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও এখানে ঘটে যায় লোমহর্ষক ঘটনা।

ফয়’স লেক বধ্যভূমি। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

জনশ্রুতি রয়েছে, একাত্তরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে হত্যা করা হয়েছে প্রায় পাঁচ হাজার নিরীহ বাঙালিকে। দোহাজারী ও নাজিরহাটগামী ট্রেন থেকেও যাত্রীদের নামিয়ে হত্যা করে লাশ চাপা দেওয়া হতো এখানকার গণকবরে। নতুন প্রজন্ম অনেকের কাছে এই বধ্যভূমি সম্পর্কে জানা নেই।

চট্টগ্রামে গণহত্যার স্মৃতিবিজড়িত স্থানটিতে তেমন কোন স্মৃতিচিহৃ নেই। তবে ২০০৭ সালে রেলওয়ে থেকে ৫০ বছরের জন্য লিজ নিয়ে পার্ক নির্মাণ করে কনকর্ড গ্রুপ। তাঁরা লিজ নেওয়ার পর ঘটনাস্থলে একটি শহীদ মিনার নির্মাণ করেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর