chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কুয়েত প্রবেশে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক

করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে আরেক দেশে। বিশেষ করে চীনসহ আশপাশের দেশগুলোতে আক্রান্তের খবর আতঙ্কের সৃষ্টি করেছে। প্রাণঘাতী এ ভাইরাস ঠেকাতে কুয়েত সরকার বিভিন্ন উদ্যোগে গ্রহণ করছে।

দশ দেশের প্রবাসীদের জন্য কুয়েতে প্রবেশের পূর্বে, করোনা বিষয়ক মেডিকেল টেস্ট বাধ্যতামূলক করেছে কুয়েত সরকার। আগামী ৮ মার্চ থেকে পিসিআর পরীক্ষার মাধ্যমে কুয়েত প্রবেশের এ নিয়মটি কার্যকর হতে যাচ্ছে।

কুয়েতের সিভিল এভিয়েশন ঘোষিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৭ মার্চ এর পর থেকে বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের, পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর নামক মেডিকেল টেস্ট সম্পন্ন করার মাধ্যমে, করোনাভাইরাসমুক্ত নিশ্চিত করে, তারপর কুয়েতে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিসিআর পরীক্ষাটি অবশ্যই বাংলাদেশিদের জন্য বাংলাদেশের কুয়েত দূতাবাস অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে হতে হবে। আরো জানা গেছে, করোনাভাইরাস মুক্ত সার্টিফিকেট ব্যতীত যারা কুয়েতে প্রবেশের চেষ্টা করবেন তাদেরকে ফিরতি ফ্লাইটে দেশে পাঠিয়ে দেয়া হবে।

 

এই বিভাগের আরও খবর