chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিক নির্বাচন পেছানোর দাবিতে বিএনপির মেয়র প্রার্থীর চিঠি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন পেছানো চার দফা দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

আজ বুধবার সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের সঙ্গে দেখা করে এই চিঠি দেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, বিএনপি’র মেয়র প্রার্থী কিছু পরামর্শ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দিয়েছেন। আমি সেটা গ্রহণ করেছি এবং কমিশনে পাঠানোর ব্যবস্থা করতেছি।

বিএনপির দাবিসমূহ হলো, চসিকের ২৯ মার্চের নির্বাচন পিছিয়ে ৩১ মার্চ করতে হবে, ইভিএমের প্রতিটি বুথে ইউনিফর্ম পরিধানরত সেনাবাহিনীর সদস্য নিয়োগের মাধ্যমে অবৈধরা যাতে অন্যের ভোট দিতে না পারে এবং পোলিং এজেন্টের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

প্রিজাইডিং অফিসারের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট দেওয়ার এখতিয়ার ১ শতাংশ আনতে হবে। এনআইডি কার্ড ছাড়া কেউ যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে এবং ৪শ গজের মধ্যে কোনো বহিরাগত যাতে জড়ো হতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ব্যাপারে ডা. শাহাদাত হোসেন জানান, ভোট গ্রহণের তারিখ পেছানো সহ চার দফা দাবি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছি। চিঠিটি রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে হস্তান্তর করেছি। আশা করছি নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বিবেচনা করবেন।

এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সহ সভাপতি এম এ আজিজ ও সাংগঠনিক সম্পাদক মনজুর আলম মনজু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর