chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বায়ার্নের মাঠে গোলের হালি হজম করল অ্যাতলেটিকো

খেলা ডেস্ক: প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়াটা যেন অভ্যাসে পরিণত হয়েছে বায়ার্ন মিউনিখের। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাবটি।

দুই অর্ধে দুটি করে গোলের হালি পূর্ণ করে মাঠে ছাড়ে হান্স ফ্লিকের শিষ্যরা। বায়ার্নের হয়ে এদিন জোড়া গোল করেন কিংসলে কোম্যান। এছাড়াও একটা করে গোলের দেখা পান লেয়ন গোরেটস্কা ও কোরোঁতা তোলিসো।

বার্সেলোনা থেকে অ্যাতলেটিকোতে পাড়ি দেওয়া লুইস সুয়ারেজ অবশ্য ম্যাচে এদিন প্রথম সুযোগ পান। ম্যাচের তৃতীয় মিনিটে সতীর্থের বাড়ানো বলে পা ছোঁয়াতে ব্যর্থ হোন এই উরুগুইয়ান।

ম্যাচের ২৮ মিনিটে গোলের খাতা খুলেন কোম্যান। জসুয়া কিমিচের পাস থেকে বায়ার্নকে এগিয়ে নেন এই ফরাসি উইঙ্গার। প্রথমার্ধে আরেক গোল করে স্বাগতিকরা। এবার কোম্যানের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গোরেটস্কা।

৬৪ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পান অ্যাতলেটিকোর ইয়ানিক কারাসকা। কিন্তু ফাঁকায় বল পেয়েও গোলমুখে শট রাখতে পারেননি এই ফুটবলার।

৬৬ মিনিটে ২৮ গজ দূর থেকে বুলেট গতির শটে ম্যাচে বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তোলিসো। এর ৬ মিনিটে পরে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন কোম্যান।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর