chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কবিতা গ্রন্থ ‘জলে ভাসা পদ্য’ এর মোড়ক উম্মোচন

চট্টগ্রাম অমর একুশে বই মেলায় আবৃত্তি শিল্পী, সংবাদ পাঠিকা, লেখিকা ফারজানা করিমের নতুন কবিতা গ্রন্থ ‘জলে ভাসা পদ্য’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে।

আজ ২৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম অমর একুশে বই  মেলায় বিকেল চারটায় এ মোড়ক উন্মোচন করা হয়েছে।

লেখিকা ফারজানা করিমের নতুন কবিতা গ্রন্থ ‘জলে ভাসা পদ্য’ ঢাকা ও চট্টগ্রামের বই মেলায় সমানভাবে দর্শক প্রিয়তা অর্জন করেছে। এছাড়াও গত বছরের একুশের বই মেলার পর প্রকাশিত শিশুতোষ গ্রন্থ ‘আমি এক জাদুকর’ দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত ও প্রসংশিত হয়েছে। লেখিকা ফারজানা করিম ইতিমধ্যে ১৩ টি বই প্রকাশিত হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘ভালোবাসার আড়ালে, মেঘের দেশে মেঘবতী, চার দেয়ালের কাব্য, পাখি পৃথিবী, রুদ্মিলার চিঠি, নির্বাচিত কবিতার গল্প,শেষ বিকেলের আলো ও মী’।

অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন  ছড়াকার, চ্ট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় সচিব অধ্যাপক আলেক্স আলীম, মালা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল আলম খান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবদুল্লাহ আল- মামুন, কামরুদ্দিন বিটু প্রমূখ।