chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী শাকিল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শনিবার মোহাম্মদপুর বাস স্টেশন থেকে তাকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

এদিকে, আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম শাকিল গ্রেফতারের পর ব্রিফিং করছে র‍্যাব।

র‌্যাব  জানায়, শাকিল মাজহার ফেনীতে জন্মগ্রহন করে। সে ছাত্র রাজনীতি অবস্থায় টেন্ডারবাজিতে জড়িত জড়িয়ে পড়ে। ২০১৬ সালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসম্পাদক রাজীব হত্যায় তার নাম ওঠে আসে। এ হত্যার ৪ দিনের মাথায় চীনে চলে যায়। এরপর ২০১৮ সালে দুবাই চলে যায়। সেখানে জিসানের সাথে সখ্যতা গড়ে তুলে নানা ধরনের অপরাধমূলক কাজে করতে থাকে। চীনে অবস্থান করলেও ঢাকায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চাঁদাবাজির কাজ চালিয়ে যেত। এবার সিটি নির্বাচনকে ঘিরে আবার ঢাকায় আগমণ ঘটে তার। গত ১৯ ফেব্রুয়ারী অসুস্থার ভান করে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি হয়। গোয়েন্দারা যখন এ খবর পায় হঠাৎ করে কাউকে না জানিয়ে ২০ ফেব্রুয়ারী রাতে হাসপাতাল ত্যাগ করে। এরপর আজ  শনিবার মোহাম্মদপুর বাস স্টেশন থেকে ভোর ৫টা নাগাদ আটক করে র‌্যাব।

র‌্যাব এর ধারণা,  শাকিল আরও বড় ধরনের অপরাধ করার জন্য ঢাকায় এসেছে।

 

এই বিভাগের আরও খবর