chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাঠার বাজারে মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের পশ্চিম বেতাগী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু আহমেদ (৪৫)। তিনি বেতাগী ১ নম্বর ওয়ার্ড পেয়াদাপাড়া এলাকার আহাম্মদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় রামগতির হাট এলাকায় একটি মাইকের দোকান চালাতেন।

স্থানীয় ইউপি সদস্য সমীর মহাজন জানান, প্রতিবছরের ন্যায় পশ্চিম বেতাগী এলাকার হিন্দুপাড়ায় পাঠা ছাগলের বাজারের আয়োজন করেন স্থানীয়রা। বাজার পরিচালনার জন্য আয়োজকরা আবু আহমেদের মাইক ভাড়া করেন। মঙ্গলবার সকালে মাইক লাগাতে যান তিনি। বাঁশের মাথায় মাইক লাগিয়ে তা একটি গাছের সাথে লাগানোর চেষ্টা করছিলেন তিনি। এসময় অসাবধানতা বশত গাছের উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে বাঁশটি লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত আবু আহমেদের পরিবারে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। একই দিন বিকাল ৫টার দিকে পশ্চিম বেতাগী দিঘীর পাড় জামে মসজিদ মাঠে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এসএএস/

এই বিভাগের আরও খবর