chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিনহা নিহতের ঘটনার দায় ব্যক্তির, কোনও বাহিনীর নয়: সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনী ও পুলিশ সবসময় কাঁধে কাঁধ রেখে কাজ করেছে। সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির, কোনও বাহিনীর নয়।

এসময় পুলিশের আইজিপি বেনজীর আহমেদ বলেন, কোনো উস্কানিতে দুই বাহিনীর মধ্যকার সম্পর্ক নষ্ট হবে না।

বুধবার (৫ আগস্ট) কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তাঁরা এসব কথা বলেন।

৩১ জুলাই সন্ধ্যার পর নিজের প্রাইভেটকারে করে তথ্যচিত্রের কাজ শেষে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার সময় শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। সিনহা রাশেদ ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে স্বেচ্ছায় অবসর নেন।

উল্লেখ্য, বুধবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে কক্সবাজারে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজিপি বেনজীর আহমেদ। সেনাবাহিনীর রেস্ট হাউস জলতরঙ্গে উভয় বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।

এমআই/

এই বিভাগের আরও খবর