chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সবুজ নগরী গড়তে সামাজিক সচেতনতা বাড়াতে হবে : রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : নগরীতে সবুজ বিপ্লব ঘটাতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সহ ছাত্র ও যুব সমাজকে সচেতনতা মূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।

রবিবার আমিন শিল্প এলাকার বিভিন্ন সংগঠনের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরনকালে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ বর্ষা মৌসুমে এক কোটি চারা গাছ রোপনের ডাক দিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিৎ খালি জায়গা বা বাড়ীর আঙ্গিনা ও টবে অন্ততঃ তিনটি করে গাছ লাগানো।

এতে করে আমরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় শতকরা পঁচিশ ভাগ সবুজ বনায়ন গড়ে তোলায় সক্ষমতা অর্জন করব। ভারসাম্যপূর্ণ জীবন ধারনের লক্ষ্যে আমাদেরকে অবশ্যই মনোনিবেশ করতে হবে এবং পর্যাপ্ত বৃক্ষ রোপন করতে হবে।
এসময় তিনি সেখানে ২০০টি চারা গাছ বিতরণ করেন।

এসএএস/

এই বিভাগের আরও খবর