chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চারদিন পর উদ্ধার মা-ছেলের লাশ : কাপ্তাইয়ে  নৌকাডুবি

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নৌকাডুবির ৪দিন পর মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার মরাখাল এলাকার কর্ণফুলী নদী থেকে মা টুম্পা মজুমমার এবং ছেলে বিজয় মজুমদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সড়ক ভাটার মরাখাল এলাকার কর্ণফুলী নদীতে দু’টি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় নেওয়া হয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহগুলো থানায় রাখা রেখে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহগুলো হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে নগরীর নন্দনকানন এলাকার রাধামাধব মন্দির থেকে প্রায় ১২৭ জনের একটি দল ইসকন ধর্মালম্বী রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিভিন্ন মন্দির ভ্রমণে আসে। এরপর দলটি উপজেলার শীলছড়ি মন্দির পরিদর্শনের জন্য তিনটি নৌকা ভাড়া করে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্যে ২টি নৌকা যথাযথ স্থানে পৌঁছালেও একটি উল্টে যায়। এতে বোটে থাকা ৪৭ জন যাত্রী নদীতে ডুবে যায়। ডুবে যাওয়াদের মধ্যে অনেকে সাঁতাকে তীরে উঠতে পারলেও মা-ছেলেসহ তিনজন নিখোঁজ হয়। ঘটনার কিছুঘণ্টা পর দেবলীনা দে (১০) নামে এক শিশুর মরদেহ পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর