chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুরের মূর্ছনায় সিআরবিতে বর্ষবরণ

বাংলা নববর্ষের প্রথম দিন আজ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো আরও একটি নতুন বছর।  নতুন বছরের সূর্যকে স্বাগত জানানোর মাধ্যমে শুরু হয়েছে ১৪৩১ বঙ্গাব্দের প্রথম দিন।

নতুন বছরকে বরণ করে নিতে আজ  সিআরবির শিরিষতলায় (রোববার, ১৪ এপ্রিল) সাজানো হয় ছায়ানটের মূল আয়োজন। ভোরের আলো ফোটার সাথে সাথেই এ আয়োজন দেখার জন্য সিআরবিতে  ভিড় করতে থাকে মানুষ।

নতুন বছরকে বরণ করে নিতে তারা দলে দলে যোগ দেন  আয়োজনে। পুরোনো বছরের সব গ্লানি মুছে সবাই নতুন বছরকে আপন করে নিতে সামিল হন একসঙ্গে।

প্রতি বছরের ন্যায় এ বছরও ভোর সোয়া ৭ টায়  আয়োজনে  শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।   শতাধিক শিল্পী এ আয়োজনে অংশগ্রহণ করেন।

তাদের এ আয়োজনে ছিল ১৭ টি সম্মিলিত গান, ৭ টি আবৃত্তি  ও  নৃত্য ১২ টি।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর