chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৬

রাজধানীর ভাসানটেক এলাকায় ঘরে আটকে থাকা গ্যাসে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকালে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  

দগ্ধরা হলেন, মোহরুন্নেছা (৬৫), তার ছেলে মো. লিটন (৫২), পুত্রবধূ সূর্য বানু (৩০), নাতি সুজন (৯), নাতনি লামিয়া (৭) ও লিজা (১৮)।

জানা গেছে, আজ ভোর ৪টার দিকে নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর এল পশ্চিম ভাসানটেকের একটি ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশী ময়না বানু জানান, লিটনের বাড়ি ময়মনসিংহ। পরিবার নিয়ে কালভার্ট রোডের দোতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন তারা। সিলিন্ডার লিকেজ থেকে পুরো ঘরে গ্যাস আটকে ছিল। মশার কারণে ভোরে লিটন কয়েলে জ্বালাতে গেলে বিকট শব্দ হয়। পরে গ্যাসের আগুনে পরিবারের ছয়জন দগ্ধ হন।

ময়না বানু আরও জানান, আগুন লাগার সময় লিটন ছাড়া বাকি পাঁচজন ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, মোহরুন্নেছার শরীরের ৪৭ শতাংশ, মো. লিটনের ৬৭ শতাংশ, সূর্য বানুর ৮২ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ ও লিজার ৩০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর