chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গাজীপুরে বিস্ফোরণ, মৃত বেড়ে ১৪

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কোমেলা বেগম (৬৫) নামে আরও একজন মারা গেছেন। এতে করে এ ঘটনায় মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

  • তিনি জানান, কোমেলা বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন মারা গেলেন। বর্তমানে আরও ১৪ জন রোগি হাসপাতালে ভর্তি আছেন।

কোমেলা বেগমের ছেলে শাকিল আহমেদ জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পানগাড়ি গ্রামে। তারা সবাই কালিয়াকৈরে থাকেন। এ ঘটনায় তার ভাগ্নি জামাই পোশাক শ্রমিক লালন (২৪) দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি আছেন।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর