chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশকে বিপদে ফেলে বিদায় নিলেন তানজিদ

হঠাৎ করে ম্যাচ থেকে ছিটকে গেল বাংলাদেশ। কুমারার দুই ওভারে দুই উইকেট হারানোর পর, ২৬তম ওভারে হাসারাঙ্গার বলে উঠিয়ে মারতে গিয়ে আউট হন বাংলাদেশকে এগিয়ে নিতে থাকা তানজিদ তামিম। ৮১ বলে ৮৪ রান করে আউট হয়েছেন এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬.২ ওভারে ১৩৩ রানে ৫ উইকেট। ক্রিজে আছেন মিরাজ ও মুশফিক।

সিরিজ জয়ের দিকে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে স্বাগতিকরা। তবে বড় ধাক্কাটা খেয়েছে বাংলাদেশ তানজিদ তামিমের উইকেট হারিয়ে। বাংলাদেশকে এগিয়ে নিতে থাকা এই ওপেনার হাসারাঙ্গার বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন।

এর আগে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে একাদশেই ছিলেন না তানজিদ হাসান তামিম। তবে ফিল্ডিংয়ের সময় সৌম্য সরকার চোট পাওয়ায় কনকাশন বদলি হিসেবে এনামুল হকের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে অর্ধশতক তুলে নেন তিনি।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে ব্যর্থ হলেও দলকে পথ দেখাতে থাকেন তানজিদ। তবে তার বিদায়ের পর এখন বিপদে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর