chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

বাংলাদেশে সহ বিশ্বের প্রতিটি মুসলিম দেশে পবিত্র রমজান মাস চলছে। আর এই রমজান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর। তবে কোনদিন ঈদ হবে সেটি নির্ভর করে চাঁদ উঠার উপর। 

এদিকে, পবিত্র রমজান মাস শেষে আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আরব আমিরাত।

আরব আমিরাতে জ্যোর্তিবিদ্যা সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ‘হিজরি সন অনুযায়ী আগামী ১০ এপ্রিল বুধবার শাওয়াল মাস শুরু হতে পারে। যদি এদিন শাওয়াল মাস শুরু হয় তাহলে রোজা ৩০টি হবে।’

‘কাকতালীয়ভাবে’ শাওয়াল মাসের চাঁদের জন্ম আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ফলে এটি পরের দিন ৯ এপ্রিল অধিকাংশ মুসলিম বিশ্ব থেকে দেখা যাবে।

সূত্র: গালফ নিউজ।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর