chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ম্যাজিস্ট্রেট দেখে মুহূর্তেই ৪০০ টাকার তরমুজ ২০০ টাকায় বিক্রি চট্টগ্রামে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে প্রশাসনের অভিযানে এমন চিত্র উঠে এসেছে। এসময় প্রতি পিস তরমুজ ৪০০ টাকা বিক্রি করলেও ম্যাজিস্ট্রেট দেখে ২০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভোক্তাদের ন্যায্য দামে তরমুজ কিনতে দেখা যায়।

আজ বরিবার (১৭ মার্চ) উপজেলার সিইউএফ এল রাঙ্গাদিয়া বাজার, মালঘর বাজার ও চাতরী চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়।

রমজানে সরকার ২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিলেও এই নিয়ম মানছেন না বিক্রেতারা। সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামেও অনেক পণ্য বিক্রি হচ্ছে বাজারে।

বাজারে দোকানিরা মূল্য তালিকা প্রদর্শন না করা ও বাড়তি দামে পণ্য বিক্রির দায়ে ২৫ জন ব্যবসায়ীকে এক লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

চাতুরী চৌমুহনী বাজারে সিন্ডিকেট করে গরুর মাংস বিক্রির দায়ে একজনকে ৫০ হাজার জরিমানা করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন বলেন, রমযান মাসে নিত্যপণ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে প্রসাশন মাঠে থাকবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন। এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।

 

 

 

তাসু | চখ

এই বিভাগের আরও খবর