chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বৃদ্ধাকে খুন, ফাঁসিতে ঝুলতে হবে দুই যুবককে

চট্টগ্রাম নগরের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- মো. রুবেল (২৮) ও মো. আব্বাস (৩৪)। এছাড়া ওই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফরহাদ হোসেন জাকিরকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্র জানিয়েছে, নগরের সদরঘাট থানার নেভাল-টু ঘাট এলাকায় ২০১৮ সালের ২৫ মে ভোরে প্রতিদিনের মতো ৭০ বছর বয়সী বৃদ্ধা মঞ্জু সেন হাঁটতে বের হন। ২৬ মে দুপুরে সদরঘাট থানার নেভাল-টু এলাকায় একটি পরিত্যাক্ত ভবনের পাশের ঝোপঝাঁড়ে মঞ্জু সেনের মরদেহ খুঁজে পায় পুলিশ। এ ঘটনায় পুলিশ রুবেল ও আব্বাসকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৮ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ৭ জুলাই ৩ জন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। রুবেল ও আব্বাস জিজ্ঞাসাবাদে তারা মঞ্জু সেনের সোনার কানের দুল, হাতের আংটি ও মোবাইল ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে স্বীকারোক্তি দেয়। রুবেল ওই ভবনের দারোয়ান ছিলেন।

  • ফখ/চখ
এই বিভাগের আরও খবর