chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধর্ম ইসলাম রেখে এনআইডির নাম পরিবর্তন চেয়েছিলেন তিনি

বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ইসলাম ধর্ম বহাল রেখে নাম পরিবর্তন করা জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা যায়, নিহত এই সাংবাদিক ২০২৩ সালে নিজের নাম, পিতার নাম ও বয়স পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন। তবে ধর্ম ইসলাম পরিবর্তনের আবেদন করেননি।

আবেদন অনুযায়ী, এনআইডিতে বৃষ্টি খাতুন হতে চেয়েছিলেন অভিশ্রুতি শাস্ত্রী, যে নাম নিয়েই এখন জটিলতা দেখা দিয়েছে।

এছাড়া বয়স ১৯৯৮ সালের ৯ মার্চের বদলে চেয়েছিলেন ২০০০ সালের ২৫ ডিসেম্বর। আর পিতার নাম সবুজ শেখ পরিবর্তন করে মো. শাবরুল আলম চেয়েছিলেন। তবে তার আবেদনটি অনুমোদন হয়নি।

অভিশ্রুতি তার আবেদনের সঙ্গে প্রমাণপত্র হিসেবে দাখিল করেছিলেন, ২০২২ সালে করা জন্ম নিবন্ধন সনদ, পিতা ও মাতার এনআইডি’র কপি ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ।

গত ২৯ ফেব্রুয়ারি নিহত হন অভিশ্রুতি। তার নাম, পরিচিতি ও জীবনাচরণের কারণে ধর্ম নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর