chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুরুষদের প্লাস্টিকের ব্যাগের সঙ্গে তুলনা, কড়া জবাব কঙ্গনার

কিছু দিন আগে নারীর জীবনে পুরুষের ভূমিকা প্রসঙ্গে টুইঙ্কেল বলেন, ‘আমি বার বারই বলি যে, মেয়েদের ভালো থাকার জন্য পুরুষের দরকার পড়ে না। পুরুষ হল আমাদের জীবনে অনেকটা প্লাস্টিকের ব্যাগের মতো। ব্যাগের মধ্যে জিনিস ভরে বহন করলে সুবিধা হয়। কিন্তু না থাকলেও সমস্যা নেই।’

টুইঙ্কেলের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কঙ্গনা। সামাজিক যোগাযোগমাধ্যমে টুইঙ্কলকে উদ্দেশ্য করে কঙ্গনা লেখেন, ‘পুরুষদের যারা প্লাস্টিকের ব্যাগ বলছেন, তারা পুরুষের থেকে কোনো সুবিধা ভোগ করেন না? রুপোর চামচ মুখে দিয়ে জন্মানো, সোনার থালায় সাজিয়ে দেওয়া কেরিয়ার— এমন জীবন উপভোগ করার পর এ ধরনের মন্তব্য করা খুব সহজ। আসলে তারা জীবনে কী চান? এটাই কি নারীবাদ?’

কঙ্গনার এই কথার কোনো জবাব অবশ্য দেননি টুইঙ্কেল।

  • ফখ|চখ

এই বিভাগের আরও খবর