chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল

পুরো বিশ্বের মতো ভারতও ধুঁকছে করোনার তাণ্ডবে। গত ২৪ ঘণ্টায় দেশটির ৩৪ হাজার ৮৮৪ জন মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জনে।

শনিবার (১৮ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৬৭১ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৩ জনে।

ভারতে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ওই রাজ্যে ২ লাখ ৯২ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৫২ জনের।

তামিলনাড়ুতে করোনা আক্রান্তে সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২ হাজার ৩১৫ জনের।

দিল্লিতে করোনায় সংক্রমিত হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৭১ জনের।

এ ছাড়া পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ১১ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের।

এমআই/

এই বিভাগের আরও খবর