chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৪ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচন ৪ মে প্রথম ধাপ, ১১ মে দ্বিতীয় ধাপ, ১৮ মে তৃতীয় ধাপ ও ২৫ মে চতুর্থ (শেষ) ধাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, অন্যান্য বারের মতো এবারও উপজেলা পরিষদ নির্বাচন ৪টি ধাপে নির্বাচন আয়োজন হবে। কোন উপজেলা কোন ধাপে পড়বে সেটা উপজেলার মেয়াদ বিবেচনা করে ওয়েবসাইটে আগামী সপ্তাহে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, আগের নির্বাচনের পর শপথ গ্রহণ করে কোন তারিখে প্রথম সভা করছে, সেটা মিলিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। এ নির্বাচনে সাধারণত রিটার্নিং অফিসার থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তারা। জেলা প্রশাসক আপিল কর্তৃপক্ষ থাকেন। এবারও সেভাবে করা হবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর