chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটিতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ২ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাচালং বাজার ব্রিজপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ২ জন হলেন-  রুপকারী ইউনিয়নের মোরঘোনা গ্রামের মন্টু চাকমা ওরফে আশীষ চাকমা (৪০) ও সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামের দীপায়ন চাকমা (৩৭)

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন দীপায়ন চাকমা ও আশীষ চাকমা। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ইউপিডিএফ প্রসিত দলের দু’জন গুলিতে মারা গেছেন। আমি ঘটনাস্থলে আছি।

ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা বলেন, মাচালংয়ে আমাদের পার্টির দুইজন সদস্য মারা গেছেন। নাম-পরিচয় এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। আমরা বিবৃতিতে ঘটনা তুলে ধরব।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বাঘাইছড়ির মাচালং এলাকায় নিহতের খবর শুনেছি। কেউ বলছে একজন, কেউ বলছে দু’জন। তবে আমরা এখনও এটি নিশ্চিত হতে পারিনি।

এ দিকে এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আরেক আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। ইউপিডিএফ বাঘাইছড়ি উপজেলার সংগঠক আর্জেন্ট চাকমা এ ঘটনায় জেএসএসের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন।

এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় গুলি করে ইউপিডিএফের চার নেতাকে হত্যা করা হয়। দেড় মাসের মাথায় চলতি বছরের ২৪ জানুয়ারি জেলার মহালছড়ি উপজেলায় আরও দুজনকে হত্যা করা হয়েছিল।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর