chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে সর্বনিম্ন তাপমাত্রা নামল ৬.৮ ডিগ্রিতে

দেশে শীত আরো বেড়েছে, কমেছে তাপমাত্রা। আজ মঙ্গলবার দেশের দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর পঞ্চগড়ের তাপমাত্রার পারদ নেমেছে ৭ ডিগ্রিতে।

মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে মিডিয়াকে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি জানান, উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় আগামী কয়েক দিন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এছাড়া পঞ্চগড় জেলার তাপমাত্রার পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। এতে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এ জেলাটি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৬টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

এদিকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে সকাল ১০টায়।
সারাদেশে অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে।

নির্দেশনায় আরো বলা হয়, এছাড়াও ইতোপূর্বে এই মন্ত্রণালয় থেকে জারি করা ১৬ জানুয়ারিতে দেয়া নির্দেশনা বহাল থাকবে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর