chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৩৬ কোটি ডলার প্রবাসী আয় এলো ১৯ দিনে

২০২৪ সালের শুরুতে জানুয়ারি মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ১৭ লাখ ৯৬ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ৫৫ কোটি টাকা।re

রবিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, চলতি জানুয়ারি মাসের প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার।

এতে আরো জানা যায়, চলতি মাসের ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এছাড়া ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৫৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও জানুয়ারির প্রথম ৫ দিনে ৩৭ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৯ কোটি ডলার।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর