chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে করোনা আক্রান্ত ৯ লাখ ছাড়াল, মৃত্যু প্রায় ২৪ হাজার

করোনায় বিপর্যস্ত ভারত। ভাইরাসটিতে দিশেহারা নরেন্দ্র মোদীর দেশ। পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে অনা যাচ্ছে না। যার কারণে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে দেশটিতে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৯৮ জন মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৫৩ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ লাখ ৬ হাজার ৭৫২। তাদের মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৭২৭ জন।

দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৪৬০ জন।

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে, ২ লাখ ৬০ হাজার ৯২৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৪৮২ জন।

এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, কর্ণাটক, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ। করোনার কারণে দিশেহারা রাজ্যগুলো।

এই বিভাগের আরও খবর