chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে ডিম কিনতে পারে সেজন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, যারা সিন্ডিকেট করে বিক্রি করে তাদের মানবিক মূল্যবোধ আছে কিনা, সেটি বিবেচ্য বিষয়। কঠোর নজরদারির পাশাপাশি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। একই সঙ্গে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

তিনি বলেন, রমজান সামনে রেখে মাছ, মাংস ও ডিমের মতো পণ্যগুলো কম দামে টিসিবির মতো ট্রাকে করে বিক্রি করা হবে। রমজান শুরুর অন্তত এক সপ্তাহ আগে থেকে এই কার্যক্রম শুরু করা হবে। এক্ষেত্রে ভর্তুকি দেবে মন্ত্রণালয়।

মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়া হবে বলেও এসময় জানান মো. আব্দুর রহমান।

ফথ|চখ

এই বিভাগের আরও খবর