chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ১৬ আসনে জয়ের মালা যাদের গলায়

চট্টগ্রামে ১৬ টি আসনে শনিবার (০৭ জানুয়ারি) রাতে নগরীর সিজেকেএস জিমনেসিয়ামে ছয়টি আসনের রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নান এবং জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার বাকি ১০ আসনের রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম জেলার ১৬ আসনে ভোটগ্রহণ হয়।এই সব আসনে জয়লাভ করেছেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বিজয়ী হয়েছেন । তিনি ভোট পেয়ে বিজয়ী ৪,৮৬,২৭০ হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ভোট। এখানে মোট ভোটার ছিল তিন লাখ ১৫ হাজার ১৬ জন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ভোট।এখানে মোট ভোটার ছিল ৩,৪৮,১৩৮ জন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৫৪ হাজার ৭৫৬ ভোট পেয়ে হ্যাট্রিক জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৭০ ভোট।এখানে মোট ভোটার ছিল ৪,৮৯,৬০০ জন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগ প্রার্থী এস এম আল মামুন  বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিদারুল কবির চৌধুরী লাঙল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। সাড়ে ৪ হাজার ভোট নিয়ে তৃতীয় অবস্থানে নৌকা প্রতীকের মামুনের সঙ্গে ‘পাঙ্গা’ নেওয়া স্বতন্ত্র ইমরান।এখানে মোট ভোটার ছিল ৪,২৭,২০৬৮ জন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ বিজয়ী হয়েছেন। এখানে মোট ভোটার ছিল ৪,৭২,১০৮ জন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিজয়ী হয়েছেন নৌকার এবিএম ফজলে করিম চৌধুরী।এখানে মোট ভোটার ছিল ৩,১৬,৯২১ জন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ড. হাছান মাহমুদ। তিনি এই আসন থেকে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট  মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি) পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির মুসা আহমেদ রানা (লাঙ্গল) ২২০৬ , তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালী আঁশ) ১৩৩১, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার)১৩৯০, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) ১১৩০ ভোট পেয়েছেন। মোট কেন্দ্র সংখ্যা ১০৩টি।এখানে মোট ভোটার দুই লাখ ৬৯ হাজার ৩৩২ জন।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুচ ছালাম। তিনি এই আসনে ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী (ফুলকপি) পেয়েছেন ৪১ হাজার ৫০০ ভোট।

চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী) আসনে বিপুল ভোটে এগিয়ে আছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।৪১টি কেন্দ্রে নৌকার এই প্রার্থী পেয়েছেন ৪৩ হাজার ৮৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সানজিদ রশিদ চৌধুরী লাঙল প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামী ফ্রন্টের আবু আজম। মোমবাতি প্রতীকে তাঁর ভোট ৪৪৫।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু । এখানে মোট ভোটার ৪,৮৯,৪৭৮ জন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৫১ হাজার ৪৯৪ পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘আওয়ামী’ স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকে জিয়াউল হক সুমন পেয়েছেন ৪৬ হাজার ৫২৫ ভোট।এখানে মোট ভোটার ৫,০১,৮৫৭ জন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুইপ সামশুল হক চৌধুরী  । এখানে মোট ভোটার ৩,২৯,৪৩৩ জন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৮৪ ভোট। ৫ হাজার ১৪১ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ইসলামী ফ্রন্টের প্রার্থী মাস্টার মুহাম্মদ আবুল হোসেন। এখানে মোট ভোটার ৩,৫৬,৮৭০ জন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী। এখানে মোট ভোটার ২,৮৮,৩০৩ জন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব চৌধুরী।  এখানে মোট ভোটার ছিল ৪,৫৮,৪২২ জন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। ওই আসনে মোট ভোটার ছিল  ৩,৭০,৭৭৮ জন।

 

এই বিভাগের আরও খবর