chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাইবার হামলার শিকার ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ সাইবার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউক্রেন, জার্মানি ও আরেকটি দেশ থেকে এ হামলা চালানো হয়। তবে অ্যাপটি হ্যাকড হয়নি।

রবিবার (৭ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘আক্রমণ করে এটাকে অ্যাপটি স্লো করে দেয়া হয়েছে। হ্যাক হয়েছে বলা যাবে না, স্লো করে দেয়া হয়েছে। অ্যাপটি চলছে, তবে স্লো।’

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যেখানে ভোটের তথ্য লাইভ আপডেট জানানো হবে। তবে রবিবার সকাল থেকেই ইসির এই অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ তোলেন ভোটাররা।

 

 

জয়/চখ

এই বিভাগের আরও খবর