chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৮০ জনের আবেদন ৩৫ দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষণে

নির্বাচন কমিশনে (ইসি) পর্যবেক্ষক হিসেবে ৩৫ দেশ থেকে ১৮০ জন আবেদন করেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এছাড়াও, বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন।

তিনি আরো বলেন, সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যারা থাকেন তারা বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পররাষ্ট্রসচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন। তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। অবশ্যই সামনে নির্বাচন এসব ইস্যু আছে। আরও কত ইস্যু আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উন্নয়ন প্রতিনিয়ত হয় (দুই দেশর দ্বিপাক্ষিক উন্নয়ন) সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ রকম না যে নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা হলো। দ্বিপাক্ষিক ইস্যু থাকে। আর চলমান ইস্যু নিয়ে আলোচনা হয়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর