chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের লোহার শিটসহ ৭ চোর ধরা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে নিয়োজিত সাইফ পাওয়ার টেকের ই- ইন্জিনিয়ারিং বিভাগের ৩৪৪৫ কেজি লোহার শিটসহ চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

২৩ ডিসেম্বর সীতাকুণ্ড উপজেলা থেকে তাদের ধরা হয়। আজ রোববার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার সামাজিক যোগাযোগমাধ্যমে এতথ্য জানিয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে (শ্রীঘরে) পাঠিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ডু থানাধীন তৌহিদুল ইসলাম ইমন (২৭), আজম খান সাইফুল (২৮),  মো. সাইফুল ইসলাম সুমন (৩০), আরিফুল হোসেন বাপ্পি (২৩),  মোঃ মুছা (৩৮), মোঃ শাহীন সুলতান (৩০), মোঃ আনোয়ার হোসেন (৩৪)।

বায়েজিদ বোস্তামি থানার এসআই মোঃ নাছির উদ্দিন জানান,   গত ১৩ ডিসেম্বর (বুধবার) রাত আনুমানিক ৯ টায় বায়েজিদ বোস্তামী থানাধীন মোহাম্মদনগর সাংবাদিক হাউজিং সোসাইটির গেইটের ডানপাশে রাস্তার উপর হইতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সাইফ পাওয়ার টেক গ্রুপের কাজের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকার ৪২০০ কেজি ওজনের ৬টি শিট পাইল চুরি হয়। ২২ ডিসেম্বর এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের হয়।

এরপর ২৩ ডিসেম্বর পুলিশ অভিযান পরিচালনা করে চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে  আনুমানিক ৪ লাখ টাকার ৩৪৪৫ কেজি শীট পাইপ উদ্ধার করে। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি ক্রেন জব্দ এবং গাড়ির চালককে আটক করা হয়।

 

মুন/ফখ/চখ

এই বিভাগের আরও খবর