chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৩ তাসের জুয়ার ফাঁদে ফেলে মোবাইল ছিনতাই

চট্টগ্রাম নগরে ৩ তাসের জুয়ার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ছিনতাইয়ে করতো একটি চত্রু। তারা শতাধিক লোকজনকে বাধ্য করে তিন তাসের জুয়ার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছেন।

এমন একটি চক্রের ২ সদস্যকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ রোববার রাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

গ্রেফতার দুইজন হলেন-নগরের বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহিদনগর এলাকার পেয়ার আহম্মদের ছেলে মোঃ ফোরকান (৪৫) ও একই এলাকার ঠান্ডা মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (৩৫)।

পুলিশ জানায়, সাইফুল ইসলাম (২২) নামের এক ব্যক্তি
১৬ ডিসেম্বর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাঠানপাড়া মাতৃস্নেহ মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীচক্রটি জোর পূর্বক তাকে জুয়া(তিন তাস) খেলতে বলে। এতে সাইফুল ইসলাম অস্বীকার করেন। একপর্যায়ে চক্রটি ছোরার ভয় দেখিয়ে তার প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল ও ১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তৎপর হয়। ১৭ ডিসেম্বর রাতে অভিযানের একপর্যায়ে ফোরকান ও মোঃ ইব্রাহিমকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একই বিষয়ে ৩টি এফআইআর রয়েছে।

ফখ| চখ

এই বিভাগের আরও খবর