chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সহিংসতার ভয়ে গতি কমেছে ট্রেনের, যাত্রায় বিলম্ব

বর্তমান রাজনৈতিক সহিংসতার কারণ দেখিয়ে রাতে ট্রেনের গতি কমিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে রেখে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে প্রতিটি ট্রেন যাত্রায় বিলম্ব হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা যায়।

ওই পত্রে বলা হয়, চলমান বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপদ ট্রেন পরিচালনার জন্য পূর্বাঞ্চলের ৯টি সেকশনে নিয়মিত ট্র্যাক পেট্রোলিং করতে হবে। একইসঙ্গে রাত্রিকালীন সময়ে অর্থাৎ রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলাচলরত ট্রেনগুলো নিয়ন্ত্রিত গতিতে অর্থাৎ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে ট্রেন পরিচালনা করতে হবে।

সেকশনগুলো হচ্ছে— ঢাকা-আখাউড়া; চট্টগ্রাম-কক্সবাজার; চট্টগ্রাম-আখাউড়া; শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল-সিলেট; ময়মনসিংহ-সম্ভুগঞ্জ; গৌরিপুরময়মনসিংহ-শ্যামগঞ্জ; আখাউড়া-ভৈরববাজার; টঙ্গী-ভৈরববাজার এবং জয়দেবপুর-গফরগাঁও।

এছাড়া ঘন কুয়াশা ও ট্র্যাকে ট্রেন নিরাপত্তার জন্য গত কয়েকদিন ধরে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন লোকোমাস্টারা।

 

 

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর