chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পূর্নিমার রাতেও বিএনপি অমাবস্যার অন্ধকার দেখতে পায়: সেতুমন্ত্রী

পূর্নিমার রাতেও বিএনপি অমবশ্যার অন্ধকার দেখতে পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই করোনাকালেও বিএনপি আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।

সোমবার (৬ জুলাই) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল।

যশোর ও বগুড়া উপনির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, করোনাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। তারপরও বলবো এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোন হাত নেই।

দিনদিন সরকার সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, ডাক্তার সংখ্যা বৃদ্ধি করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সরকারের সমন্বিত ও দক্ষতার করণেই এসব হচ্ছে অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।

এই বিভাগের আরও খবর