chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুবাইয়ে হৃদরোগে চট্টগ্রামের জানে আলমের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ জানে আলম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) আমিরাতে স্থানীয় সময় দুপুর ২টার দিকে তিনি মারা যান।  তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানা যায়। তার প্রতিবেশী মুহাম্মদ রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নের শাহনগর কাবিল মিস্ত্রী বাড়ির আবদুস ছামাদের ছেলে মুহাম্মদ জানে আলম। মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি আরও জানান, দেরা দুবাইয়ের বাংলাবাজারের বারোশবিশের সামনের নিজ বাসায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বেলা ৩টার দিকে নিয়ে তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতাল মর্গে রাখা হয়।

মুহাম্মদ জানে আলম এদিন দুপুরে চুলায় চাল দিয়ে ওয়াশরুমে যান। কিন্তু প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ওয়াশরুম থেকে তিনি বের না হওয়ায় সহকর্মীরা বাইরে থেকে তাকে ডাকাডাকি করেন। কিন্তু এতেও কোনো সাড়া শব্দ না পেয়ে পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও চিকিৎসকরা এসে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুতে প্রবাসী কমিউনিটিসহ তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে মরদেহ।

 

 

 

 

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর