chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে সমুদ্রে নেমে লাশ হলো স্বামী-স্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দুই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ।

রোববার (০৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তাদের মরদেহ করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক মো. সিরাজ।

তিনি বলেন, সৈকতের লাবনী পয়েন্টে দুইজনের মরদেহ বালিয়াড়িতে পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীকে খবর দেয়। এরপর পরই বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রয়োজনীয় কার্যাদি শেষ করে মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। মরদেহ দুটির মধ্যে নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে এবং পুরুষের বয়স ৪৫-৫০ বছর হবে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ জানিয়েছেন, প্রথমের মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে পরিচয় পাওয়া গেছে। এরা নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা। বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুমা একই এলাকার সুলতান আলীর মেয়ে সুমি। এর শনিবার সকালে কক্সবাজার ভ্রমণে আসেন এবং হোটেল সি-গালের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। এতে তাদের মৃত্যু হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর