chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পত্রিকার স্টিকার লাগিয়ে ২০ হাজার ইয়াবা আনছিল দুই কারবারি

চট্টগ্রামের একটি দৈনিক পত্রিকার প্রেস স্টিকারের আড়ালে ইয়াবা পাচারকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বুধবার রাত ৯টার দিকে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার যমুনা ক্লাবের সামনে থেকে তাদের ধরা হয়।

সিএমপি’র পাঁচলাইশ জোনে সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেন বলেন, যমুনা ক্লাবের সামনে রাস্তার উপর প্রেস স্টিকার লাগানো ১টি নোহা গাড়িকে দাঁড়ানোর সংকেত দিলে গাড়িটি পালানোর চেষ্টা করে। পরে গাড়িটি আমরা আটক করি। গাড়িটি তল্লাশী করে ইরফানুল হক (৩২) ও শাহেদুল ইসলামের (২৯) হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রেস স্টিকারযুক্ত ১টি নোহা গাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক পরিবহন কাজে ব্যবহৃত তাদের নোহা গাড়িতে প্রেস স্টিকার ব্যবহার করে কৌশলে কক্সবাজার জেলার টেকনাফ হতে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। পরে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য চট্টগ্রাম শহরে প্রবেশ করছিল।

তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (গ)/৩৪ রুজু করা হয়েছে।

ফখ/চখ

এই বিভাগের আরও খবর