chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমার মেয়ে গাজায় রানির মতো থেকেছে, মুক্তির পর ইসরায়েলি মা

নগরীর নাম গাজা। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৪ দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পেয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মি। তাদের একজন ড্যানিয়েল অ্যালোনি, যিনি মুক্তি পাওয়ার পর, হামাসের হাতে জিম্মি থাকাকালীন তার মেয়ের সঙ্গে মানবিক সদাচরণের জন্য হামাস যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি জানান, তার মেয়ে হামাসের সাহচর্যে সে নিজেকে একজন রানি ভাবতো। ‘আমার মেয়ে গাজায় রানির মতো থেকেছে।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) তুর্কি সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’ এই খবর প্রকাশ করেছে। ইসরায়েলি ওই মায়ের চিঠিটি সোমবার (২৭ নভেম্বর) হামাসের সশস্ত্র শাখা ‘কাসেম ব্রিগেডের’ অফিশিয়াল টেলিগ্রাম পেইজে পোস্ট করা হয়। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

গত ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া প্রায় ২৪০ জনের মধ্যে দুইজন হলেন ড্যানিয়েল অ্যালোনি ও তার পাঁচ বছর বয়সী মেয়ে এমিলিয়া। টানা ৪৯ দিন গাজায় হামাসের হাতে জিম্মি থাকার পর হামাস ও ইসরায়েলের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে অন্যান্য জিম্মিদের সঙ্গে মুক্তি পান মা ও মেয়ে।

তারা গাজা ত্যাগ করার আগে ড্যানিয়েল অ্যালোনি হামাসকে একটি ‘ধন্যবাদ’ চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি বলেন, ‘আমার মেয়ে এমিলিয়ার প্রতি আপনাদের অসাধারণ মানবিক আচরণের জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

চিঠিটি মূলত হিব্রু ভাষায় লেখা হয়। এটি টেলিগ্রামে প্রকাশ করার সময় চিঠিটির একটি আরবি অনুবাদসহ এর সঙ্গে ইসরায়েলি ওই মা ও তার মেয়ের একটি ছবিও প্রকাশ করা হয়।

হিব্রু ভাষায় হাতে লেখা ওই চিঠিতে ড্যানিয়েল বলেন, ‘ও (এমিলিয়া) আপনাদের সবাইকে ওর বন্ধু, শুধু বন্ধু নয়, প্রকৃতপক্ষেই ওর প্রিয় এবং খুব ভালো মানুষ মনে করে।’

গাজায় জিম্মিদের সঙ্গে হামাসের করা ভালো যত্ন-আত্মীর কথা স্বীকার করে ড্যানিয়েল লিখেন, ‘পরিচর্যাকারী হিসেবে আপনার আমাদের পেছনে যে দীর্ঘ সময় ব্যয় করেছেন তার জন্য ধন্যবাদ।’ তিনি আরও বলেন, তার মেয়ে হামাসের সঙ্গে শুধু ভালো সম্পর্কই গড়েনি বরং তাদের সাহচর্যে সে নিজেকে একজন রানি ভাবতো।’

ড্যানিয়েল লিখেন, ‘যদিও শিশুদের বন্দি করা উচিত নয়, তবুও আপনাদের এবং এ দীর্ঘ সময়ে অন্যান্য আরও যেসব সদয় মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে তাদের ধন্যবাদ। আমার মেয়ে গাজায় রানির মতো থেকেছে।’ তিনি আরও বলেন, এ দীর্ঘ সময়ে আমাদের এমন কারও সঙ্গে দেখা হয়নি, যারা তার প্রতি সদয় হয়নি, আপনারা তার সাথে কোমল এবং সহানুভূতিশীল ছিলেন।’

হামাসের প্রতি সমবেদনা জানিয়ে তার চিঠিটি শেষ করেছেন ড্যানিয়েল। তিনি বলেন, গাজায় আপনারা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং যে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন, তা সত্ত্বেও আপনাদের এমন সদয় আচরণ আমার মনে থাকবে। ‘এই পৃথিবীতে আমরা যদি সত্যিই ভালো বন্ধু হতে পারতাম।’

গাজাবাসীকে শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনাদের সবার স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি… আপনারা-সহ এবং আপনাদের পরিবারের সন্তানদের জন্য সুস্বাস্থ্য এবং ভালবাসা।’

গত ২৪ নভেম্বর হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ২৪ ইসরায়েলি জিম্মিদের দুইজন ছিলেন ড্যানিয়েল এবং এমিলিয়া অ্যালোনি। হামাসের হাতে জিম্মি হওয়ার আগে তারা দক্ষিণ ইসরায়েলের কিবুতজ-নির-ওজে ড্যানিয়েলের বোন এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ১৫ হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু জানিয়েছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এই হামলায় দেশটির প্রায় ১ হাজার ২০০ নাগরিক নিহত হয়। যাদের বেশিরভাগই বেসামরিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বেশিরভাগ পশ্চিমা দেশ গাজার শাসকগোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

ফখ/চখ

এই বিভাগের আরও খবর