chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিছিলের আগেই বিএনপির অফিসে পুলিশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলের আগে ঢাকা নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার পরপরই বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের মুখোমুখি ফুটপাতে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করে।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উ্ন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ৪০/৫০ জন কর্মী সে সময় প্রধান ফটকের ভেতরে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিচ্ছিলেন।

বিএনপি অফিসের ৫ গজ দূরেই পুলিশের সাঁজোয়া যান অবস্থান নিয়েছে। নেতা-কর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কার্যালয়ের ভেতরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অফিস কর্মীরা রয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সারাদেশের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ২টায় কেন্দ্রীয়ভাবে নয়া পল্টন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়ে্ছিল।

নয়া পল্টনে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আজকে কোনো প্রকার বিক্ষোভ মিছিলের কর্মসূচির কথা আমাদের জানানো হয়নি।”

এই বিভাগের আরও খবর