chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম তিন ম্যাচেই রিয়ালের জয়

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২ টায় পর্তুগিজ ক্লাব ব্রাগার মুখোমুখি হয় ইতিহাসের সর্বকালের সেরা ক্লাব খ্যাত ও স্প্যানিশ ক্লাব জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই প্রথমার্ধে রিয়ালকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান উইংগার রদ্রিগো। দ্বিতীয়ার্ধে দলকে আরও এগিয়ে নিয়ে যান ইংলিশ মিড ফিল্ডার জুড বেলিংহ্যাম।

ব্যবধান কমালেও পরাজয় ঠেকাতে পারেনি ব্রাগা। ২-১ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদিস্তারা।

ডিফেন্সকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অ্যাটাকিং মনোযোগ দেওয়া রিয়াল মাদ্রিদ এগিয়ে যায ষাট মিনিটে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ পাসে গোলটি করেন রদ্রিগো। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরী করলেও আর গোল করতে ব্যর্থ হয় কার্লো এন্সেলট্টির শীষ্যরা।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। ভিনির চমৎকার পাস পেয়ে বক্সের মুখ থেকে দারুণ শটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। কিছুক্ষণ পর ব্যবধান কমায় পর্তুগিজ ক্লাব ব্রাগা। বক্সে সিমোন বান্সারের দেয়া পাসে জোরাল শটে গোল করে দিয়ালো।

তিন ম্যাচের সবগুলো জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’ এর শীর্ষে রিয়াল মাদ্রিদ।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর