chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হুটহাট ধারণা করা নিয়ে যেভাবে সতর্ক করলেন নবীজী ﷺ

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজী ﷺ বলেছেন, “তোমরা মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই মন্দ ধারণা জঘন্য মিথ্যাচার।”

কারণ মন্দ ধারণা থেকে জন্ম নেয় হীন চক্রান্ত, মান-সম্মান ও জন্ম-সংক্রান্ত নানা অপবাদ। পরিণামে সম্পর্কে ফাটল তৈরি হয় এবং কলহ-বিবাদ দেখা দেয়। অধিকাংশ ক্ষেত্রেই মন্দ ধারণা ও যাচাইবিহীন সংবাদ বিশ্বাসের দরুন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। ফলে মনঃকষ্ট, সম্পদ নষ্ট, ঘরবাড়ি বিনাশ, সম্পর্কচ্ছেদসহ অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটে যায়। তাড়াহুড়ো প্রবণতা জ্ঞানবানদের জ্ঞানের হ্রাস ঘটায়, চিন্তাশক্তিকে অসাড় করে ফেলে। ফলে জীবন হয়ে ওঠে বিষাদময়। পৃথিবীর আলো-বাতাসে বেঁচে থাকা মূল্যহীন হয়ে যায়।

মুমিনদের মধ্যে সম্পর্ক হবে ভালোবাসার, বিদ্বেষের নয়। আল্লাহর উপর ঈমানের ভিত্তিতে গড়ে ওঠা এই ভালোবাসা নষ্ট করতে দ্রুত ধারণার মতো অনিষ্টকারী বিষয় খুব কমই আছে। “যে ভালোবাসা আল্লাহর জন্য” বই থেকে নেওয়া আলোচনাটি থেকে এই বাস্তবতা একেবারেই স্পষ্ট।

 

 

 

 

তাসু/চখ