chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ কবে, কখন, কোথায়?

বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে মোট ১০টি দল। আসরের উদ্বোধনী ম্যাচে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

টুর্নামেন্টের সবকটি ম্যাচ রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪টি দল পা রাখবে সেমিফাইনালে। এ নিয়ে তৃতীয় বারের মতো রাউন্ড রবিন ফরম্যাটে হবে বিশ্বকাপ। ১৯৯২ আসরে প্রথম এই পদ্ধতিতে খেলা হয়েছিল।

রাউন্ড রবিন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলই ৯টি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্ব শেষে শীর্ষে থাকা দল টেবিলের চতুর্থ দলের সঙ্গে এবং দুই ও তিনে থাকা দল দুটি সেমিফাইনালে মুখোমুখি হবে। এরপর জয়ী দু’দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর।

এক নজরে বিশ্বকাপের সূচি-

মআ/চখ

এই বিভাগের আরও খবর