chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাহান্নাম যার জন্যে হারাম বলে জানালেন নবীজি ﷺ

একবার এক সাহাবীর বাড়িতে গিয়েছিলেন নবীজি ﷺ। সেখানে জড়ো হয়েছিলেন আরো অনেকে। তো কথাবার্তার এক পর্যায়ে নবীজি একজনের ব্যাপারে জানতে চাইলে উপস্থিত একজন সেই ব্যক্তিকে মুনাফিক হিসেবে আখ্যা দিলেন। তখন নবীজি ﷺ তাকে এ ধরনের কথা বলতে নিষেধ করে দিয়ে জানালেন –

“শুধু আল্লাহকে খুশি করতে যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে, তার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছেন।”

সুব’হানাল্লাহ! মুমিনের সম্মান রক্ষার্থে নবীজি কতো তৎপর ছিলেন। কী মূল্যবান কথাই এজন্য বলেছেন তিনি। আমরাও যেন মুমিনের সম্মান রক্ষা করি। সুস্পষ্ট জ্ঞান ব্যতীত কাউকে মুনাফিক বা এ ধরনের কোনো ট্যাগ যেন না দিয়ে বসি। নবীজি ﷺ-এর এই ঘটনা এবং উক্তিটি আমরা নিয়েছি “এক দিঘল দিনে নবিজি ﷺ” বইটি থেকে। নবীজি ﷺ-কে নিয়ে লেখা অত্যন্ত ব্যতিক্রমী এক বই।

 

 

তাসু/চখ