chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাতেমা নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু মৃত্যু হয়েছে। চব্বিশ ঘন্টায় আরও ১৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ফাতেমা কুমিল্লার বাসিন্দা। গত ৭ আগষ্ট জ্বরসহ ডেঙ্গুর কয়েক উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গতকাল( ১১ আগষ্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ দিকে চলতি বছরে জানুয়ারিতে ৭৭ জন , ফেব্রæয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ , মে ৫৩, জুনে ২৮৩ জন, জুলাইয়ে ২ হাজার ৩১১ জন এবং আগস্টে ৩ হাজার ১১ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৪৩৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের মোট ৭ হাজার ২২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন। তারমধ্যে পুরুষ ১৬, নারী ২৩ এবং শিশু ২৩ জন রয়েছেন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর