chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দি চিটাগং ট্রাস্টের সভা অনুষ্ঠিত

দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) এর সভা বিশ্ব বাবা দিবস পরবর্তী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) নগরীর হাজারী লেইনস্থ ট্রাস্ট কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব জিকু দত্তের সাঞ্চালনায় শুরুতে পবিত্র গীতা পাঠ করেন রাজীব দে (শম্ভ)।

সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রবাল দে কে ট্রাস্টের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়।

সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান নারায়ন চন্দ্র মজুমদার, যুগ্ম মহাসচিব জগদীশ মল্লিক, প্রদীপ দাশ পরাগ, সৈকত ভট্টাচার্য, সহ-মহাসচিব প্রবাল দে, দেবব্রত শীল বাসু, সহ-সাংগঠনিক সচিব কাজল পালিত, অর্থ সচিব রাজীব দে শম্ভু, আইন সচিব বিভাষ দাশ, ধর্ম বিষয়ক সচিব রতন কান্তি দে, সহ-ধর্ম বিষয়ক সচিব দুর্জয় দেব।

প্রকাশনা সচিব কিংশুক পাল, সহ-প্রকাশনা সচিব সৈকত দে, স্বাস্থ্য সচিব রানা দাশ, দপ্তর সচিব দুর্জয় বিশ্বাস, সহ-সমাজকল্যাণ সচিব প্রিয়ম মল্লিক, মীরাজ দাশ, দীপ্ত মল্লিক রাজ, প্রান্ত দেওয়ানজী, দুর্জয় দেব, আপন দাশগুপ্ত ।

এ সভায় ট্রাস্ট্রের নতুন সদস্য নেওয়া হয়। তারা  হলেন- সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শুভাশীষ ঘোষ, জ্যোর্তিময়ের প্রকাশক এস প্রকাশ পাল, ডেলটা লাইফের ডিজিএম শ্যামল বিশ্বাস, নারীনেত্রী কৃত্তিকা চক্রবত্তী, সমাজসেবক সাগর চৌধুরী, টিংকু বিশ্বাস ও সাগর দাশ।

সভায় আগামী ৮ সেপ্টেম্বর ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববাবা দিবস পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।

চখ/এআর

এই বিভাগের আরও খবর