chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিকেলে ঢাকায় আসছেন ঋতুপর্ণা

টালিউডের আবেদনময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টালিউডে যেমন জনপ্রিয় তেমনি ঢাকাই সিনেমাতেও বেশ আলোচিত তিনি।

আজ (১২ আগস্ট) বিকেলের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসছেন।

জানা গেছে, যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্পর্শ’ সিনেমা নিয়ে আজ সন্ধ্যা ৭টায় প্রেস মিট-এর আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন ঋতুপর্ণা, অভিনেতা নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।

‘স্পর্শ’ সিনেমাটি যৌথভাবে নির্মাণ করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত। বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ প্রযোজনা করছে। ঋতুপর্ণার পাশাপাশি ‘স্পর্শ’ সিনেমায় আরও অভিনয় করছেন খরাজ মুখার্জি।

১৯৯৫ সালে‘শ্বেতপাথরের থালা’সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক ঘটে। এ সিনেমায় সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের এ সিনেমা ওই বছর শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করে।

এরপর ‘সুজন সখী’, ‘নাগপঞ্চমী’, ‘মনের মানুষ’ ও ‘সংসার সংগ্রাম’ সিনেমার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণ ঘোষের ‘দহন’ (১৯৯৭) ‘উৎসব’ (২০০০), অপর্ণা সেনের ‘পারমিতার একদিন’ (২০০০) ও বুদ্ধদেব দাশগুপ্তের ‘মন্দ মেয়ের উপাখ্যান’ (২০০২) সিনেমাতে তার অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা অর্জন করে। এছাড়া ‘দহন’ সিনেমাতে ধর্ষণের শিকার এক নববিবাহিতার চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা।

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর