chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেড এলাকায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৯ আগস্ট) ইপিজেড থানার এম আলী নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকার ফারুক মাঝির ছেলে নুর মোহাম্মদ নয়ন (২৩), ব্যরিস্টার কলেজ রোডের মৃত হানিফের ছেলে সম্রাট (২৩) ও নোয়াখালীর বসুরহাট থানার পাঁচবাড়ী গ্রামের আবদুল হাদির ছেলে রাহাদ (১৭)।

শুক্রবার (১১ আগস্ট) দুপুর সোয়া দুইটায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশে নগরীর ইপিজেড থানার এম আলী নগর এলাকায় জড়ো হয়। সাধারণ মানুষসহ প্রাত্যহিক চলাচলরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশে ওই স্থানে সমবেত হয়েছিল।

র‍্যাব আরো জানায়, গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা মূলত চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।

চখ/এআর