chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মঙ্গলবার চট্টগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

আজ সোমবার (৭ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

জানা গেছে, টানা চার দিন ধরে বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বেশির ভাগ এলাকা। কোথাও কোথাও কোমর পানি, বুক সমান পানি। এতে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠে গেছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ নগরীর খুলশি ও অক্সিজেনের পাহাড়ি এলাকা ছাড়া সবকয়টি এলাকায় এখন থইথই করছে পানি।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা মঙ্গলবার (৮ আগস্ট) থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) পর্যন্ত তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চখ/জুঈম

এই বিভাগের আরও খবর