chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রামে টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। কয়েক দিন ধরে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। নগরের নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়ে মানুষ। অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।

ছবি: এম. ফয়সাল এলাহী

পাহাড়ি এলাকায় পাহাড় ও পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার(৫ আগস্ট) সকালে রেড ক্রিসেন্টের সদস্যরা মাইকিং শুরু করে।

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে ঝোড়ো হওয়ার জন্য তিন সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে আবহাওয়া দপ্তর।