chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু

এডিস মশাবাহি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুদ্র চন্দ্র সরকারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মিরপুরের ডেল্টা হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুদ্র’র গ্রামের বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,সহপাঠী ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, গত ২২ জুলাই থেকেই রুদ্র অসুস্থ ছিল। প্রাথমিকভাবে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করানোর পর অবস্থার অবনতি হলে গত ২ আগস্ট মিরপুরের ডেল্টা হাসপাতালে রুদ্রকে ভর্তি করানো হয়।

ডেঙ্গুর পাশাপাশি কিডনিতে সমস্যা এবং নিউমোনিয়া ধরা পড়ে তার। একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

রাতেই রুদ্র’র পরিবার তার মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে যায় বলে জানা যায়। সেখানেই তার শেষকৃত্য হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর