chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড

দেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা এক হাজার ৭৯২ জন। চলতি বছরে একদিনে এত মৃত্যু ও আক্রান্ত এর আগে দেখা যায় নি।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯২ জন রোগী।

আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ৫৩৩। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত।

নতুন ১৯ জনসহ এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ১৪৬ জনের। মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৭৯২ জনে।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৯২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৮৭০ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৫২ জনে। এরমধ্যে ঢাকায় তিন হাজার ৩৭০ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন দুই হাজার ১৮২ জন।

২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৭৯০ জন। চলতি বছরে এখনও পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৩০৪ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর